কনস্যুলেটের ভেতরেই নিহত খাসোগি: সৌদির স্বীকারোক্তি

কনস্যুলেটের ভেতরেই নিহত খাসোগি: সৌদির স্বীকারোক্তি

শেয়ার করুন

খাশোগিবিশ্বসংবাদ ডেস্ক :

সাংবাদিক জামাল খাসোগি ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটের ভেতরে হাতাহাতির একপর্যায়ে নিহত হয়েছেন বলে স্বীকার করেছে সৌদি আরব। শুক্রবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে এই ঘোষণা দেয়া হয়।

এ ঘটনায় গোয়েন্দা সংস্থার দুই শীর্ষ কর্মকর্তা আহমাদ আল আসিরি ও সৌদ আল কাহতানিকে বরখাস্ত করা হয়েছে। তারা ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। এছাড়াও আরো ১৮ নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। গোয়েন্দা বাহিনীর পুনর্গঠনে মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে একটি কমিটিও গঠনের নির্দেশ দিয়েছেন বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ।

গত ২ অক্টোবর তুরস্করে ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে প্রবেশের পর নিখোঁজ হন সাংবাদিক জামাল খাসোগি। ওই ঘটনার পর এই প্রথম খাসোগি হত্যার বিষয়টি আনুষ্ঠানিকভাবে স্বীকার করলো সৌদি সরকার।

এদিকে, খাসোগির দেহাবশেষের খোঁজে ইস্তাম্বুলের বাইরে বনে-জঙ্গলেও তল্লাশি চালানো শুরু করেছে তুরস্কের কর্মকর্তারা।