পাক-ভারত উত্তেজনা : কথার লড়াইয়ের পাশাপাশি চলছে সামরিক মহড়া

পাক-ভারত উত্তেজনা : কথার লড়াইয়ের পাশাপাশি চলছে সামরিক মহড়া

শেয়ার করুন

indian_army_soldiers_and_combat_armoured_vehicles_during_training_exercises_640

বিশ্বসংবাদ ডেস্ক :

ভারতের কাশ্মীরের উরি সেনাঘাটিতে হামলার ঘটনার পর থেকে ভারত-পাকিস্তানের দ্বন্দ্ব এখন চরমে। দুই দেশের শীর্ষ নেতাদের মধ্যে চলছে কথার লড়াই। পাশাপাশি চলছে সামরিক মহড়া।

কেরালায় ক্ষমতাসীন দলের এক সভায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, পাকিস্তান সন্ত্রাসী সরবরাহ করে, আর ভারত রপ্তানি করে সফটওয়্যার। ভারত লড়াইয়ের জন্য প্রস্তুত জানিয়ে মোদি বলেন, ধীরে ধীরে আন্তর্জাতিক মহল থেকে পাকিস্তানকে একঘরে করতে কাজ করবে ভারত। মোদি বলেন, দারিদ্র্যের বিরুদ্ধে যুদ্ধ করে দেখান, কে কত সফল হয়।

এদিকে, পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ বলেছেন, কাশ্মীরের উত্তাল পরিস্থিতির কারণেই উরিতে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। কাশ্মীরের আন্দোলনকে শুরু থেকেই সমর্থন করে আসছে পাকিস্তান। এদিকে, পাকিস্তানের সংবাদমাধ্যম ডন জানিয়েছে, বহি:শত্রুর আক্রমণ ঠেকাতে পাকিস্তানকে সহায়তার ব্যাপারে অঙ্গীকার করেছে চীন।