কঙ্গোতে সহিংসতা থেকে পালাতে গিয়ে নৌকাডুবিতে নিহত ৪০

কঙ্গোতে সহিংসতা থেকে পালাতে গিয়ে নৌকাডুবিতে নিহত ৪০

শেয়ার করুন

world06pixবিশ্বসংবাদ ডেস্ক :

ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর সহিংসতা থেকে বাঁচতে নৌকায় পালানোর সময় ঝড়ের কবলে পড়ে অন্তত ৪০ জন বেসামরিক মানুষ নিহত হয়েছে।

দেশটির দক্ষিণ উবাঙ্গি প্রদেশের ভাইস-গভর্নর জিন জানান, বুধবার রাত পর্যন্ত অন্তত ৪০ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের সংখ্যা এখনও পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি। কারণ, অনেক মৃতদেহ পানিতে ভেসে গেছে।

এসব মানুষ উবাঙ্গি নদী পার হয়ে প্রতিবেশী দেশ দারফুর রিপাবলিকান কঙ্গোতে যাওয়ার চেষ্টা করছিলো। কঙ্গোর সেনাদের সঙ্গে নিষিদ্ধ ঘোষিত সশস্ত্র গোষ্ঠীর লড়াই থেকে বাঁচতে পালাচ্ছিলো তারা।

গত রোববার সেখানকার সেনা অবস্থানে হামলা চালানো হলে বেশ কজন সেনা সদস্য আহত হন। প্রত্যক্ষদর্শীরা জানায়, দুই সেনা ও চার হামলাকারীর মৃতদেহ পড়ে থাকতে দেখেছেন তারা। ওই হামলার পর অতিরিক্ত সেনারা সেখানে পৌঁছানোর পর গ্রামবাসীরা আতঙ্কিত হয়ে পড়ে। ২০০৯ সালে কঙ্গো অঞ্চলে এনিলি আদিবাসী গোষ্ঠীর বিদ্রোহে সংঘাত শুরু হয়।