কঙ্গোতে তেল ট্যাংকার বিস্ফোরণে নিহতের সংখ্যা অর্ধশত ছাড়িয়েছে

কঙ্গোতে তেল ট্যাংকার বিস্ফোরণে নিহতের সংখ্যা অর্ধশত ছাড়িয়েছে

শেয়ার করুন

4a42deb76347426c8de4206ecf469b5f_18বিশ্বসংবাদ ডেস্ক :

আফ্রিকার দেশ ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোতে তেল ট্যাংকার বিস্ফোরণে নিহতের সংখ্যা অর্ধশত ছাড়িয়েছে।

শনিবার রাজধানী কিনশাশা ও মাতাদি বন্দরের মাঝামাঝি কিসান্তু শহরের মহাসড়কে একটি গাড়ির সঙ্গে ধাক্কা লেগে ট্যাংকারটি বিস্ফোরিত হলে এ প্রাণহানির ঘটনা ঘটে। এখন পর্যন্ত অন্তত ৬০ জন নিহতের খবর পাওয়া গেছে। দগ্ধ বা আহত হয়েছেন আরও শতাধিক মানুষ। দুর্ঘটনার পর মহাসড়কের পার্শ্ববর্তী ভবনগুলোতে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে।

মধ্য কঙ্গোর অন্তর্বর্তীকালীন গভর্নর আতৌ মাতাবুয়ানা বলেন, দগ্ধ মরদেহগুলো শনাক্ত করে সেগুলো সমাহিত করার প্রস্তুতি নিচ্ছেন কর্মকর্তারা। দুর্ঘটনার শিকার ট্যাংকারটি থেকে তেল সংগ্রহের জন্য সেখানে জড়ো হয়েছেন অনেক গ্রামবাসী। ২০১০ সালে দেশটিতে অন্য একটি ট্যাংকার বিস্ফোরণে ২২০ জনের মৃত্যু হয়।