‘ওবামা মার্কিন ইতিহাসের নিকৃষ্টতম প্রেসিডেন্ট’

‘ওবামা মার্কিন ইতিহাসের নিকৃষ্টতম প্রেসিডেন্ট’

শেয়ার করুন

Donald-Trump-President-Barack-Obama2-700x373

বিশ্বসংবাদ ডেস্ক :

সমালোচনা করায় ডোনাল্ড ট্রাম্পের রোষের শিকার হলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তাকে মার্কিন ইতিহাসের নিকৃষ্টতম প্রেসিডেন্ট বলে অভিহিত করেছেন রিপাবলিকান প্রার্থী ট্রাম্প।

এর আগে, বারাক ওবামা বলেছিলেন, ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার অযোগ্য। এখনো রিপাবলিকান পার্টি কেন তাকে সমর্থন দিচ্ছে- তা বোধগম্য নয়।  এমন মন্তব্য করায়, এই আক্রমণের শিকার হলেন ওবামা।

মঙ্গলবার ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাতকারে ট্রাম্প বলেন, প্রেসিডেন্ট হিসেবে ওবামার সময়কাল মার্কিন ইতিহাসের অন্যতম বিপর্যয়। তিনি যেমন দুর্বল, তেমনি ব্যর্থ। সম্ভবত মার্কিন ইতিহাসের  নিকৃষ্টতম প্রেসিডেন্ট তিনি। ই

ইউক্রেনের ওপর রাশিয়ার হস্তক্ষেপ মোকাবেলায় ওবামার ব্যর্থতারও কঠোর সমালোচনা করেন ট্রাম্প। তিনি বলেন, আমার বিশ্বাস পররাষ্ট্র নীতি সম্পর্কে ওবামার চেয়ে আমি অনেক বেশি জানি। ওবামার সঙ্গে হিলারিরও সমালোচনা করেন ট্রাম্প। বলেন, শুধু যুক্তরাষ্ট্র নয়, কোনও দেশেরই প্রেসিডেন্ট হওয়ার যোগ্যতা নেই হিলারির।

এছাড়া, জনসমক্ষে সমালোচনা করায়, নিজ দলের জ্যেষ্ঠ দুই নেতা পল রায়ান ও জন ম্যাককেইনকেও একহাত নিয়েছেন ট্রাম্প।