ট্রাম্পের জামাতা জ্যেষ্ঠ উপদেষ্টা : স্বজনপ্রীতির অভিযোগ ডেমোক্রেটদের

ট্রাম্পের জামাতা জ্যেষ্ঠ উপদেষ্টা : স্বজনপ্রীতির অভিযোগ ডেমোক্রেটদের

শেয়ার করুন

_93339805_037197858-1নিজস্ব প্রতিবেদক :

হোয়াইট হাউজের জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন ট্রাম্পের জামাই জ্যারেড কুশনার। আর এই ঘটনায় স্বজনপ্রীতির অভিযোগ তুলে বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছে ডেমোক্রেট শিবিরি। এছাড়াও সরকারের এথিকস বিভাগকে বিষয়টি তদন্ত করারও অনুরোধ জানিয়েছে তারা।

তবে জ্যারেড কুশনারের আইনজীবী জেমি গোরেলিক জানান, এই পদবীর মাধ্যমে স্বজনপ্রীতি আইনের কোনো লঙ্ঘন হয়নি। ওই আইনজীবী বলেন, এই পদে মনোনীত হওয়ায় পারিবারিক রিয়েল স্টেট ব্যবসা এবং নিউইয়র্ক অবজারভার পত্রিকার প্রকাশক পদ থেকে অব্যাহতি নেবেন কুশনার।

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় মেয়ে ইভানকার স্বামী জ্যারেড কুশনার। জানা গেছে, জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবে বাণিজ্য নীতি এবং মধ্যপ্রাচ্য সম্পর্কে উপদেষ্টার দায়িত্ব পালন করবেন তিনি। এর আগে, কুশনারের মতো জামাতাকে পেয়ে গর্বিত বলে মন্তব্য করেছিলেন ডোনাল্ড ট্রাম্প।