এশীয় চিকিৎসককে টেনেহিচড়ে নামানোয় সমালোচনার মুখে মার্কিন বিমান সংস্থা

এশীয় চিকিৎসককে টেনেহিচড়ে নামানোয় সমালোচনার মুখে মার্কিন বিমান সংস্থা

শেয়ার করুন

_95580322_49277424-c953-4f04-bddc-d9e62e7a05ebবিশ্বসংবাদ ডেস্ক :

মার্কিন বিমান সংস্থা ইউনাইটেড এক্সপ্রেসের একটি ফ্লাইট থেকে টেনেহিঁচড়ে এক এশীয় যাত্রীকে নামিয়ে দেয়ার ঘটনায় বিশ্বব্যাপী সমালোচনার ঝড় উঠেছে।

ওই ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ইউনাইটেড এক্সপ্রেস কর্তৃপক্ষকে সমালোচনায় ভাসিয়ে দিয়েছেন ব্যবহারকারীরা। গত রোববার শিকাগো থেকে কেনটাকির লুইসভিলমুখী ইউনাইটেড এক্সপ্রেসের ফ্লাইটে এ ঘটনা ঘটে।_95572945_9ef68d3a-8c84-4c9e-9c09-b07830286595কর্তৃপক্ষ বলছে, বিমানে অতিরিক্ত যাত্রী ছিল। স্বেচ্ছায় নেমে যাওয়ার জন্য যাত্রীদের অনুরোধ করা হয়। তবে কেউ আগ্রহ দেখাননি। তখন শিকাগোর বেসামরিক বিমান বিভাগের তিন পুলিশ কর্মকর্তা এসে এশীয় এক চিকিৎসককে টেনেহিঁচড়ে নামানোর চেষ্টা করে। এতে তিনি আহত হন। তার মুখ দিয়ে রক্ত পড়ছিল।

জানা যায়, ফ্লাইটে আসনের চেয়ে বেশি যাত্রী নেয়া হয়েছিল। আর ইউনাইটেড এক্সপ্রেসের চার কর্মীর পরদিন কাজে যোগ দেয়ার জন্য যাওয়ার প্রয়োজন ছিল। তাই জোর করে নামাতে চারজনকে বেছে নেয় পুলিশ সদস্যরা। যাদের মধ্যে ওই চিকিৎসকের স্ত্রীও ছিলেন।