এরদোয়ান-যুবরাজ সালমান সাক্ষাৎ হচ্ছে না

এরদোয়ান-যুবরাজ সালমান সাক্ষাৎ হচ্ছে না

শেয়ার করুন

indexবিশ্বসংবাদ ডেস্ক :

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, জি-২০ সম্মেলন উপলক্ষে আর্জেন্টিনা সফরে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে তিনি দেখা করবেন না।

এর আগে এরদোগানের মুখপাত্র ইব্রাহিম কালিন বলেছিলেন, সম্মেলনে দুই নেতার মধ্যে বৈঠক হতে পারে। কিন্তু পরবর্তীতে বৃহস্পতিবার সম্প্রচার মাধ্যম আ হাবেরের জানায়, তাদের দেখা হচ্ছে না।

তুরস্কের সরকারি বার্তা সংস্থা আনাদোলু ইব্রাহিম কালিনের বরাতে জানিয়েছিল, আমরা কর্মসূচির দিকে তাকিয়ে আছি। বৈঠক হতে পারে। জি-২০ সম্মেলনকে সামনে রেখে সৌদি আরবের মিত্রদের সমর্থন আদায়ে সৌদি সিংহাসনের উত্তরাধিকারী সালমান বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাত সফর করেন। খাসোগি হত্যাকাণ্ডের পর এটিই তার প্রথম বিদেশ সফর। আগামী সপ্তাহে জি-২০ সম্মেলনে যোগ দিতে আর্জেন্টিনা সফর করবেন যুবরাজ সালমান।