এবার বিল ক্লিনটনের মামলার নথি প্রকাশ করল এফবিআই

এবার বিল ক্লিনটনের মামলার নথি প্রকাশ করল এফবিআই

শেয়ার করুন

clinton1452983050

বিশ্বসংবাদ ডেস্ক :

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের মাত্র ৫ দিন আগে এবার প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটনের স্বামী সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের মামলার নথি প্রকাশ করল এফবিআই।

ডেমোক্রেটিক দলের এক দাতার স্বামী ব্যবসায়ী মার্ক রিচকে ক্ষমা করা সংক্রান্ত  নথিটি মঙ্গবার এফবিআই তাদের টুইটার অ্যাকাউন্টে প্রকাশ করে।

হঠাত করে ১২৯ পৃষ্ঠার নথি প্রকাশ ডেমোক্রেটদের মনে প্রশ্ন তৈরি করেছে। তবে, এফবিআই জানায়, তথ্য স্বাধীনতা আইনের আওতায় এ নথি প্রকাশ করা হয়েছে। আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দলের প্রার্থী হিলারি ক্লিনটনের ব্যক্তিগত ই-মেইল নিয়ে নতুন করে তদন্তের ঘোষণা দেয়ার পরই এফবিআই এবার বিল ক্লিনটনের ক্ষমা করার একটি মামলার নথি প্রকাশ করল।

কর ফাঁকির জন্য অভিযুক্ত রিচ এফবিআইয়ের মোস্ট ওয়ান্টেড তালিকায় ছিলেন। ২০০১ সালের ২০ জানুয়ারি ক্ষমতার শেষ দিনে বিল ক্লিনটন তাকে ক্ষমা করে দেন। রিচের সাবেক স্ত্রী ডেনিস আইজেনবার্গ রিচ ডেমোক্রেটিক দলের একজন বড় দাতা ছিলেন।