এবার ট্রাম্পের টার্গেটে ডেমোক্রেট রাজ্যসমূহ

এবার ট্রাম্পের টার্গেটে ডেমোক্রেট রাজ্যসমূহ

শেয়ার করুন

বিশ্ব সংবাদ ডেস্ক:

এবার ডেমোক্রেটদের প্রাধান্য থাকা রাজ্যগুলোর দিকে টার্গেট করেছেন রিপাবলিকান প্রেসিডেন্টপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প।

বিবিসি জানায়, ডেমোক্রেটদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত মিশিগান, পেনাসিলভেনিয়া ও মিনেসোটা অঙ্গরাজ্যে নির্বাচনের আগের ২ দিন সফর করতে চান তিনি। ১৯৭২ সালের পর আর কোন রিপাবলিকান প্রার্থী এই রাজ্যগুলোতে জয় পায়নি।

এদিকে শনিবার সন্ধ্যায় নেভাদা অঙ্গরাজ্যের রেনো শহরে একটি জনসভা চলাকালে অডিটোরিয়ামে কিছু একটা দেখে ট্রাম্প বক্তব্য বন্ধ করে দেন। পরে তাৎক্ষনিকভাবে ট্রাম্পকে নিরাপত্তারক্ষীরা মঞ্চ থেকে ভেতরে নিয়ে যায়। এ সময় সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করে নিরাপত্তারক্ষীরা।

মঞ্চের সামনে থাকা সন্দেহহভাজন ওই ব্যক্তির কাছে বন্দুক আছে বলে ধারণা করলেও তল্লাশি করে কিছুই পাওয়া যায়নি বলে জানা গেছে। যদিও তার কয়েক মিনিট পর আবারো মঞ্চে ফিরে এসে বক্তব্য রাখেন এবং নিরাপত্তারক্ষীদের ধন্যবাদ জানান ট্রাম্প।