এবার ট্রাম্পকে মস্কো সফরের আমন্ত্রণ জানালেন পুতিন

এবার ট্রাম্পকে মস্কো সফরের আমন্ত্রণ জানালেন পুতিন

শেয়ার করুন

trump-putin-pointবিশ্বসংবাদ ডেস্ক :

এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে মস্কো সফরের আমন্ত্রণ জানালেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনের ফাঁকে প্রেস ব্রিফিংয়ে তিনি একথা জানান।

পুতিন বলেন, ইরানের পারমাণবিক চুক্তি, মধ্যপ্রাচ্য ইস্যু এবং অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির মতো বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য দুজনের আরেকবার সাক্ষাত হওয়া প্রয়োজন। হেলসিঙ্কির বৈঠক নিয়ে সন্তোষ প্রকাশ করে পুতিন জানান, তাদের বৈঠক সম্পর্কে প্রেসিডেন্ট ট্রাম্প কি বলেছেন, তা তিনি ভাল করেই বুঝেছেন।

তার আরো বৈঠক করার ইচ্ছা আছে। এজন্য  দুদেশের ভেতরেও সঠিক পরিবেশ সৃষ্টি করাটা জরুরি বলে মন্তব্য করেন ভ্লাদিমির পুতিন। তবে হোয়াইট হাউজ বলছে, আনুষ্ঠানিক আমন্ত্রণ এখনো পায়নি তারা। এ বছরের শুরুর দিকে পুতিনকেও হোয়াইট হাউজে আমন্ত্রণ জানিয়েছিলেন ট্রাম্প। তবে তা পিছিয়েছে।