এফবিআইয়ের সমালোচনায় এবার হিলারি শিবির

এফবিআইয়ের সমালোচনায় এবার হিলারি শিবির

শেয়ার করুন

_92150222_036127303-1বিশ্বসংবাদ ডেস্ক :

হিলারি ক্লিনটনের ইমেইল ব্যবহারের বিষয়ে নতুন করে তদন্ত করার সিদ্ধান্তকে তীব্র সমালোচনা করেছে হিলারির প্রচারণা শিবির। আগামী ৮ নভেম্বরের নির্বাচনের আগেই তারা এ সম্পর্কে বিস্তারিত প্রকাশ করার দাবি জানিয়েছেন।

রোববার হিলারির প্রচারণা শিবির থেকে বলা হয়েছে, এফবিআই-এর এই ঘোষণা নজিরবিহীন। এদিকে এফবিআইএ’র পরিচালক জেমস কমে বলেছেন, নতুন এই ইমেইলের বিষয়ে জানানোটা তিনি নৈতিকতা বোধ থেকে করছেন।

নিউইয়র্ক টাইমস বলেছে, দেশটির বিচার বিভাগীয় কর্মকর্তাদেরকেও সমালোচনা করা হয়েছে -নির্বাচনের এত কাছে এসে বিষয়টি জনগণের সামনে নিয়ে আসার জন্য। তবে এফবিআই পরিচালক বলেছেন, তারা সাধারণভাবে কংগ্রেসকে বিষয়টি সম্পর্কে অবহিত করেনি। তিনি বলেছেন, তিনি আমেরিকার জনগণকে ভুল পথে পরিচালিত করতে চান না।

এদিকে এই পরিস্থিতিকে পুরোপুরি কাজে লাগানোর চেষ্টা করছে বিরোধী রিপাবলিকান ট্রাম্প শিবির। ট্রাম্প বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতির ইতিহাসের ওয়াটারগেট কেলেঙ্কারির পরেই হিলারির ইমেইলের বিষয়টি সবচেয়ে বড় রাজনৈতিক কেলেঙ্কারি।