এনডিটিভির সম্প্রচার একদিনের জন্য নিষিদ্ধ

এনডিটিভির সম্প্রচার একদিনের জন্য নিষিদ্ধ

শেয়ার করুন

ndtv24x7_640x480_71419357330বিশ্ব সংবাদ ডেস্ক:

সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযানের ঘটনা সরাসরি সম্প্রচারের অভিযোগে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির সম্প্রচার একদিন বন্ধ রাখার নির্দেশ দিয়েছে দেশটির সরকার।

মন্ত্রণালয়ের নির্দেশ অনুযায়ী আগামী ৯ নভেম্বর ২৪ ঘণ্টার জন্য বন্ধ থাকবে এনডিটিভির সম্প্রচার। জানুয়ারিতে পাঠানকোটের বিমান ঘাঁটিতে সন্ত্রাসীদের হামলা ও তার পরের অভিযান সরাসরি দেখানোর সময় সংবাদ মাধ্যমে কৌশলগত-সংবেদনশীল বিষয় প্রচার করায় শাস্তি হিসেবে প্রথমবারের মতো ভারতীয় কোনো সম্প্রচার মাধ্যম বন্ধের নির্দেশ দেওয়া হল।

যদিও এনডিটিভি কর্তৃপক্ষের দাবি, সেই সম্প্রচার ছিল, একেবারেই ভারসাম‌্যপূর্ণ। চলতি বছরের জানুয়ারিতে পাকিস্তান সীমান্তবর্তী ভারতের পাঠানকোট বিমান ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় ৭ ভারতীয় সেনা ও হামলাকারী ৬ জঙ্গি নিহত হন।