এথেন্সে একটি টেলিভিশন স্টেশনের বাইরে শক্তিশালী বোমা হামলা

এথেন্সে একটি টেলিভিশন স্টেশনের বাইরে শক্তিশালী বোমা হামলা

শেয়ার করুন

4928

বিশ্বসংবাদ ডেস্ক :

গ্রিসের রাজধানী এথেন্সে একটি টেলিভিশন স্টেশনের বাইরে শক্তিশালী বোমা হামলার ঘটনা ঘটেছে।

পুলিশ জানায়, স্থানীয় সময় সোমবার রাত ৩টা নাগাদ শক্তিশালী এই বোমা বিস্ফোরণে টেলিভিশন চ্যানেল সাকি’র প্রধান কার্যালয়ের নীচতলা থেকে ৬ তলা পর্যন্ত সব জানালার কাঁচ ভেঙ্গে পড়ে। তবে এতে হতাহতের কোন ঘটনা ঘটেনি।

এর আগে সাকি টেলিভিশন কার্যালয়ে  টেলিফোনে বোমা হামলার হুমকি দেয়া হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ। গ্রিসের সবচেয়ে বড় টিভি চ্যানেল সাকি। এই মিডিয়া গ্রুপের একটি রেডিও ও প্রভাবশালী একটি সংবাদপত্রও রয়েছে। এ ঘটনাকে গণতন্ত্রের ওপর হামলা বলে মন্তব্য করেছেন গ্রিসের গণ নিরাপত্তা মন্ত্রী। নিরাপত্তা বাহিনীর সদস্যরা গোটা এলাকা ঘিরে রেখেছেন।