এখনো ১২ দেশে পৌঁছেনি করোনা

এখনো ১২ দেশে পৌঁছেনি করোনা

শেয়ার করুন

 

Coronavirus-2

মহামারি করোনা ভাইরাস তাণ্ডবে বিপর্যস্ত বিশ্ব। তবে করোনা ভাইরাস আতঙ্কের মধ্যেও নির্ভাবনায় আছে ১২টি দেশ। দেশগুলোতে এখনো মহামারি করোনা ভাইরাস ছড়ায়নি। এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এ খবর জানিয়েছে।
যে ১২টি দেশ ও অঞ্চলে এখনো করোনা আঘাত হানেনি-

১. কিরিবাতি
২. মার্শাল আইল্যান্ড
৩. মাইক্রোনেসিয়া
৪. নাউরু

৫. উত্তর কোরিয়া
৬. পালাউ
৭. সামোয়া
৮. সলোমান আইল্যান্ড

৯. টেঙ্গো
১০. তুর্কমেনিস্তান
১১. ট্যুভালু এবং
১২. ভানুয়াতু।

এপ্রিলের ১৩ তারিখ পর্যন্ত এ তালিকায় ছিল ১৬টি দেশ। তার মধ্যে চারটি দেশে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস। সবশেষ করোনা ছড়িয়ে পড়া দেশের তালিকায় রয়েছে- কমোরস, লেসোথো, সাও তোমে অ্যান্ড প্রিন্সিপে ও তাজিকিস্তান।

প্রাণঘাতী করোনার তাণ্ডবে দিশেহারা বিশ্বের ২১৩টি দেশ ও দুটি আন্তর্জাতিক অঞ্চল। শনিবার (২৩ মে) সকাল পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩ লাখ ৩৮ হাজার ১৬০ জনের। এ সময়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫২ লাখ ১০ হাজার ৮১৭ জনে। তবে ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২০ লাখ ৫৬ হাজার ৬৪৩ জন।