এখনো ভেন্টিলেটর সাপোর্টে প্রণব মুখার্জী

এখনো ভেন্টিলেটর সাপোর্টে প্রণব মুখার্জী

শেয়ার করুন

Pronob Mukharjee

 

ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জীকে এখনো ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছে। বিশেষজ্ঞ চিকিৎসকরা তার স্বাস্থ্যের অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছে ভারতের সংশ্লিষ্ট সেনা হাসপাতাল কর্তৃপক্ষ।

গত ১০ আগস্ট প্রণব মুখার্জী মাথায় আঘাত পেয়ে হাসপাতালে ভর্তি হন। মস্তিষ্কে অস্ত্রোপচারের আগে তার করোনাভাইরাস শনাক্ত হয়। বর্তমানে আর্মি রিসার্চ অ্যান্ড রেফারেল হাসপাতালে চিকিৎসাধীন প্রণব মুখার্জী।
বিবৃতিতে হাসপাতাল আরও জানায়, আজ শনিবার সকালেও প্রণব মুখার্জীর অবস্থা অপরিবর্তিত হয়েছে। তার স্বাস্থ্য সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ সূচক স্থিতিশীল রয়েছে।
গতকাল শুক্রবারও হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছিল, প্রণব মুখার্জী নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এবং তার ভেন্টিলেটর সাপোর্ট অব্যাহত রাখা হবে।

গতকাল প্রণব মুখার্জীর মেয়ে শর্মিষ্ঠা জানান, বাবার অবস্থা এখনো সঙ্কটজনক হলেও তা আরও খারাপের দিকে যায়নি।