এখনো কাটেনি যুক্তরাষ্ট্র সরকারের অচলাবস্থা

এখনো কাটেনি যুক্তরাষ্ট্র সরকারের অচলাবস্থা

শেয়ার করুন

বিশ্বসংবাদ ডেস্ক :

মেক্সিকো সীমান্তে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রস্তাবিত প্রাচীর নির্মাণে অর্থায়ন নিয়ে মতবিরোধের কারণে এখনো কাটে নি মার্কিন প্রশাসনের অচলাবস্থা।

গত ৬দিন ধরে আংশিক বন্ধ সরকারী কার্যক্রম পুন:রায় শুরুর লক্ষ্যে মার্কিন কংগ্রেসের উভয় কক্ষ্য বৈঠকে বসলেও কোন রকম সিদ্ধান্ত ছাড়াই কয়েক মিনিটের মধ্যে শেষ হয়ে যায় বৈঠক। আইন প্রণেতাদের মধ্যে অনেকেই অধিবেশনে অংশগ্রহণের জন্য আর ওয়াশিংটনে ফিরে আসেন নি।

মেক্সিকো সীমান্তে প্রাচীর নির্মাণে অর্থায়ন হবে কি হবে না তা নিয়ে মতবিরোধের কারণেই মূল:ত সরকার পরিচালনায় অর্থ বরাদ্দ হচ্ছে না।অর্থ বরাদ্দে অচলাবস্থার কারণে বিনা বেতনেই ছুটিতে পাঠানো হয়েছে হাজার হাজার সরকারী কর্মচারীকে। অনেকে জানেনই না কখন তারা বেতন পাবেন।