এক সপ্তাহে লিবিয়া উপকূলে ২০ শিশুসহ শতাধিক মানুষের মৃত্যু

এক সপ্তাহে লিবিয়া উপকূলে ২০ শিশুসহ শতাধিক মানুষের মৃত্যু

শেয়ার করুন

105442486-1536605768834rtx6a8k3.530x298বিশ্বসংবাদ ডেস্ক :

চলতি মাসের প্রথম সপ্তাহে লিবিয়া উপকূলে ২টি নৌকাডুবিতে ২০শিশুসহ শতাধিক মানুষের মৃত্যু হয়েছে।  দাতব্য সংস্থা – এমএসএফ জানায়,  নৌকা দু’টির বেশিরভাগ আরোহী ছিলেন আফ্রিকান দেশ সুদান, মালি, ক্যামেরুন, ঘানা, লিবিয়া, আলজেরিয়াসহ আরো বেশ কয়েকটি দেশের।

বেঁচে যাওয়া যাত্রীদের বরাত দিয়ে আলজাজিরা জানায়, সেপ্টেম্বরের ১ তারিখ লিবিয়া উপকূল থেকে কয়েকশ যাত্রী নিয়ে যাত্রা করে ২টি রাবারের নৌকা। এর মধ্যে আচমকা একটি নৌকার ইঞ্জিন নষ্ট হয়ে যায় ও অন্যটি চুপসে যেতে থাকে। এরপরই ধীরে ধীরে ডুবে যেতে থাকে নৌকা দুটি। অনেকে নৌকাটির ভাসমান অংশ ধরে ভেসে থাকে। এসময় নৌকায়  ২০ শিশু ও ১৬৫জন প্রাপ্তবয়স্ক অবস্থান করছিলেন।

মালটা উপকূলের কাছে হওয়ায় ইতালির কোস্টগার্ড সেখানে দ্রুত পৌছুতে সক্ষম হয়। তবে তার আগেই নৌকা দুটি ডুবে যায়। জাতিসংঘের তথ্য অনুসারে : এই বছরের শুরু থেকে জুলাইয়ের ১ তারিখ পর্যন্ত ইউরোপে পৌঁছানোর চেষ্টায় অন্তত ১০০০ মানুষ সমুদ্রে ডুবে মারা গেছেন।