এক সপ্তাহেও সন্ধান মেলেনি থাইল্যান্ডের গুহায় হারিয়ে যাওয়া ১২ কিশোরের

এক সপ্তাহেও সন্ধান মেলেনি থাইল্যান্ডের গুহায় হারিয়ে যাওয়া ১২ কিশোরের

শেয়ার করুন

_102241977_3e345cc6-b99f-4552-81af-b8638d99a3f1বিশ্বসংবাদ ডেস্ক :

এক সপ্তাহ পার হলেও এখনো সন্ধান মেলেনি থাইল্যান্ডের গুহায় হারিয়ে যাওয়া ১২ জন কিশোরের।

ভারি বর্ষণের কারণে গুহার ভিতর আকষ্মিক বন্যায় আটকে পড়া কিশোরদের উদ্ধারে ব্যাপক তৎপরতা চালিয়ে যাচ্ছে কর্তৃপক্ষ। থাইল্যান্ডের চতুর্থ বৃহত্তম এই থাম লুয়াং ন্যাং নন গুহার অনেকটা গভীর পর্যন্ত অনুসন্ধান চালাচ্ছে নৌবাহিনীর ডুবুরীরা। চারজন ব্রিটিশ ডুবুরি ও মার্কিন সেনাবাহিনীর কয়েকজন সদস্য উদ্ধারকারী দলের সাথে যোগ দিয়েছেন।
_102220073_hi047746442
বাড়তে থাকা বন্যার পনি ও গুহার ভিতরে আলোর স্বল্পতার কারণে উদ্ধার অভিযান ব্যাপকভাবে বাধাগ্রস্ত হচ্ছে। বন্যার কারণে কাদামাটিতে পানি ঘোলা হওয়ায় গুহার ভিতরে দৃষ্টিসীমা নেই বললেই চলে। উদ্ধারকারীরা তাদের সামনে মাত্র কয়েক সেন্টিমিটারের বেশী দেখতে পাচ্ছেন না। অন্য কোন দিক থেকে গুহার ওপর গর্ত খুড়ে উদ্ধার অভিযান শুরু করা যায় কিনা্ সে ব্যাপারে চিন্তা ভাবনা করছে কর্তৃপক্ষ।
_102219990_cave1
গত শনিবার ১২ কিশোর তাদের কোচের সাথে ফুটবল অনুশীলন করার পর আগ্রহ বশত গুহাটির ভিতর প্রবেশ করেন। পরে আর তাদের খুজে পাওয়া যাচ্ছে না। তাদের একটা বাইক পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। আশা করা হচ্ছে তারা গুহার ভিতর জীবিত থাকতে পারেন। এই মধ্যে বন্যা শুরু হলে তাদের অনুসন্ধানে নামে আন্তর্জাতিক অনুসন্ধানি দল।