ছবিতে উ.কোরিয়ার ঐতিহাসিক ৭০ বছর উদযাপন

ছবিতে উ.কোরিয়ার ঐতিহাসিক ৭০ বছর উদযাপন

শেয়ার করুন

বিশ্বসংবাদ ডেস্ক :

উত্তর কোরিয়ার ৭০ বছর উদযাপন উপলক্ষে পিয়ংইয়ং এর মে ডে স্টেডিয়ামে জন সমাবেশ অনুষ্ঠিত হয় বুধবার।  প্রথম দক্ষিণ কোরীয় নেতা হিসেবে বুধবার উত্তর কোরিয়ার রাজধানী পিয়ং ইয়ং-এ জন সমাবেশে দেয়া ভাষণ দেন  দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে ইন।  গত ৭০ বছরের বর্বরতা ভুলে শান্তির পদক্ষেপ নিয়ে আবারো দুই কোরিয়ার এক হওয়ার প্রস্তাব দেন মুন।

সেখানে উপস্থিত প্রায় দেড় লাখ মানুষ দাঁড়িয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুনকে অভিবাদন জানান। এ সময় প্রদর্শিত বিভিন্ন বর্ণিল কোরিওগ্রাফি ও জিমন্যাস্টিকের মাধ্যমে তুলে ধরা হয় দুই কোরিয়ার ইতিহাস ও ঐতিহ্য। এটা ছিল পিয়ংইয়ং এর সবচেয়ে বড় প্রচারণামূলক আয়োজন। এই আয়োজনটি সরাসরি সম্প্রচার করে দুই কোরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন। আয়োজনের কিছু স্থিরচিত্র তুলে ধরা হল…  _103504352_hi049411735

_103504348_hi049411741

_103504223_hi049411742

_103504221_hi049410917

_103504215_hi049187221

_103504141_hi049410899 _103500287_reuters-pyongyangpresscorps4

_103500285_afp-pyongyangpresscorps

_103500163_afp-getty9

_103500160_afp-getty8

_103500020_reuters-pyongyangpresscorps

_103497503_reuters-pyongyangpresscorps3

 

_103504398_hi049412179

_103505336_hi049413492