উলফার সামরিক শাখার প্রধান পরেশ বড়ুয়ার মৃত্যু

উলফার সামরিক শাখার প্রধান পরেশ বড়ুয়ার মৃত্যু

শেয়ার করুন

india-ulfa-paresh-baruah-youtube-1533031567বিশ্বসংবাদ ডেস্ক :

ভারতের আসাম রাজ্যের স্বাধীনতাকামী সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ আসাম, উলফার সামরিক শাখার প্রধান পরেশ বড়ুয়া মারা গেছেন বলে জানিয়েছে ভারতীয় গোয়েন্দা সংস্থা।

চীন মিয়ানমার সীমান্তে এক সপ্তাহ আগে সড়ক দুর্ঘটনায় তিনি মারা যান বলে ভারতীয় গোয়েন্দা সংস্থার এক প্রতিবেদনে জানানো হয়। নাম প্রকাশ না করার শর্তে একজন গোয়েন্দা কর্মকর্তা তার মৃত্যুর খবর নিশ্চিত করেন। তবে দুর্ঘটনার সঠিক স্থান সম্পর্কে স্পষ্ট করে জানালেও, ধারনা করা হচ্ছে চীন মিয়ানমার সীমান্তের রুইলি এলাকায় ঘটে দুর্ঘটনাটি। দুর্ঘটনায় তার পাঁজড়ের কয়েকটি হাড় ও পা ভেঙ্গে গেছে বলে জানায় ভারতীয় গোয়েন্দা সংস্থা।

পরেশ বড়ুয়া একজন রাজনৈতিক কর্মী ও গেরিলা নেতা। তিনি তার মিত্রদের কাছে পরেশ অসম নামেও পরিচিত। এছাড়াও, কামরুজ্জামান খান, নুরুজ্জামান ও জামান ভাইসহ তার আরো কয়েকটি ছদ্মনাম রয়েছে। ১৯৯১ সালে পরেশ ভারত থেকে বাংলাদেশে চলে আসেন এবং ৩০শে জানুয়ারি ২০১৪ সালে বাংলাদেশের একটি আদালতে তিনি দোষী সাবস্থ্য হন। বিচারে তাকে দশ ট্রাক অস্ত্র মামলায় মৃত্যুদন্ড দেওয়া হয়।