উত্তর কোরিয় নাগরিকদের ভিসাহীন ভ্রমণের সুযোগ বাতিল করেছে মালয়েশিয়া

উত্তর কোরিয় নাগরিকদের ভিসাহীন ভ্রমণের সুযোগ বাতিল করেছে মালয়েশিয়া

শেয়ার করুন

বিশ্বসংবাদ ডেস্ক :

কিম জং ন্যাম হত্যার পর, নিরাপত্তা ইস্যুতে উত্তর কোরিয়ার নাগরিকদের জন্য ভিসাহীন ভ্রমণের সুযোগ বাতিল করে দিয়েছে মালয়েশিয়া সরকার।

নিরাপত্তার কারণে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন মালয়েশিয়ার উপ-প্রধানমন্ত্রী আহমাদ জাহিদ হামিদি। তবে অনেকের ধারণা, কিম ন্যাম হত্যাকাণ্ডে জড়িত সন্দেহভাজন কয়েকজন উত্তর কোরীয়কে আটকের পর এই ধরণের পদক্ষেপ নিলো মালয়েশিয়া।

এর আগে গত ১৩ ফেব্রুয়ারি মালয়েশিয়ার কুয়ালালামপুর বিমানবন্দরে দুই নারী কিম ন্যামের মুখে বিষাক্ত রাসায়নিক ভিএক্স (VX) নার্ভ ছড়িয়ে দেয়। এর ১৫ থেকে ২০ মিনিটের মধ্যেই মারা যান কিম জং উনের সৎভাই কিম জং ন্যাম।

এদিকে কিম জং ন্যাম হত্যাকান্ডের অভিযোগে আটক এক উত্তর কোরীয় নাগরিককে ছেড়ে দেয়া হয়েছে।