উত্তর কোরিয়া সফরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং

উত্তর কোরিয়া সফরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং

শেয়ার করুন

_107482574_reutershi054782529বিশ্বসংবাদ ডেস্ক :

চীনের সঙ্গে উত্তর কোরিয়ার বন্ধুত্বপূর্ন সম্পর্কের ভূয়সী প্রশংসা করেছেন উত্তর কোরীয় নেতা কিম জং উন। পিয়ংইয়ং-এ চীনের প্রেসিডেন্ট শি জিনপিং-এর সঙ্গে বৈঠকের পর এ মন্তব্য করেন কিম।

দায়িত্ব নেওয়ার পর উত্তর কোরিয়ায় শি-র এটাই প্রথম রাষ্ট্রীয় সফর। উত্তর কোরিয়ার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু হিসেবে বেইজিংয়ের পরিচিতি থাকলেও সাম্প্রতিক সময়ে তাতে খানিকটা ভাটা পড়েছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

উত্তরের পরমাণু কর্মসূচি ও পিয়ংইয়ংয়ের ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞায় চীনের সমর্থন নিয়েই এ টানাপোড়েন। জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার আগে উত্তর কোরিয়ায় শি’র সফর নিয়ে আন্তর্জাতিক মহলেও বেশ কৌতূহল লক্ষ্য করা যাচ্ছে। সপ্তাহখানেক পরে হতে যাওয়া ওই জি-২০ সম্মেলনে ট্রাম্প-শি’র বৈঠকের কথা রয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে চীন ও উত্তর কোরিয়ার দ্বন্দ্ব আলাদা আলাদা বিষয়ে। বেইজিংয়ের সঙ্গে ওয়াশিংটনের বিরোধ বাণিজ্য নিয়ে। আর কোরীয় উপদ্বীপের নিরস্ত্রীকরণ নিয়ে বিরোধ পিয়ংইয়ংয়ের সঙ্গে।