উত্তর কোরিয়ার সঙ্গে যুদ্ধে জড়ানোর সম্ভাবনা থাকছেই: ট্রাম্প

উত্তর কোরিয়ার সঙ্গে যুদ্ধে জড়ানোর সম্ভাবনা থাকছেই: ট্রাম্প

শেয়ার করুন

584বিশ্বসংবাদ ডেস্ক :

উত্তর কোরিয়া পারমাণু বোমা ও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো থেকে সরে না আসলে, দেশটির সঙ্গে যুদ্ধে জড়ানোর সম্ভাবনা থেকে যাচ্ছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে এই মন্তব্য করেন তিনি।

তবে তিনি ‘কূটনৈতিক সমাধান’ চান বলেও উল্লেখ করেন। ৪২ মিনিটের ওই সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তারা অবশ্যই উত্তর কোরিয়ার সঙ্গে কূটনৈতিক সমাধান চান। তবে প্রয়োজনে সামরিক শক্তি প্রয়োগের বিষয়টি বাদ দিচ্ছেন না তারা।

এ প্রসঙ্গে ট্রাম্প বলেন, তিনি মনে করেন, কিম জং উন যৌক্তিক হবেন। আর এখানে উত্তর কোরিয়ার সঙ্গে হতে যাওয়া এক বিশাল সংঘাত এড়ানোর পথ অবশ্যই আছে।’

হোয়াইট হাউসের ওভাল অফিসে দেওয়া ওই সাক্ষাৎকারে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন সম্পর্কে ট্রাম্প বলেন, মাত্র ২৭ বছর বয়সে বাবার মৃত্যুর পর শাসন ক্ষমতায় আসেন তিনি।

এ অল্প বয়সে অনেক কিছুই করা সহজ নয়। এদিকে শুক্রবার উত্তর কোরিয়া নিয়ে আলোচনার জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ডাকা হয়েছে। ওই বৈঠকে উত্তর কোরিয়ার ওপর চাপ বাড়ানোর কৌশল নিয়ে আলোচনা করবে নিরাপত্তা পরিষদ।