উত্তর কোরিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার প্রস্তুতি নিতে জাতিসংঘের প্রতি ট্রাম্পের আহ্বান

উত্তর কোরিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার প্রস্তুতি নিতে জাতিসংঘের প্রতি ট্রাম্পের আহ্বান

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

উত্তর কোরিয়ার বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা জারি করতে জাতিসংঘকে প্রস্তুতি নেয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার হোয়াইট হাউজে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অন্তর্ভূক্ত পনের দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে সাক্ষাত করে এ আহ্বান জানান ট্রাম্প।

সেখানে চীন ও রাশিয়ার রাষ্ট্রদূতও ছিলেন। ট্রাম্প বলেন : সাম্প্রতিক পরিস্থিতিতে উত্তর কোরিয়ার নিউক্লিয়ার ও ব্যালিস্টিক মিসাইল কার্যক্রমের বিরুদ্ধে নতুন করে শক্ত নিষেধাজ্ঞা দেয়ার জন্য জাতিসংঘকে প্রস্তুতি নিতে হবে।

বিশ্বের জন্য সবচেয়ে বড় হুমকি এখন উত্তর কোরিয়া, দাবি করে ট্রাম্প বলেন, আন্তর্জাতিক মহল উত্তর কোরিয়ার ঔদ্ধত্য দেখেও না দেখার ভান করছে। কিন্তু শেষ পর্যন্ত এই সমস্যার সমাধান করতেই হবে।

এদিকে, সোমবার কাবুলে মার্কিন এক কমান্ডার দাবি করেছেন, তালেবানকে অস্ত্র সরবরাহ করছে রাশিয়া। আর সেগুলো আফগানিস্তানের হেলমান্দ, কান্দাহার এবং উরুজগানে মার্কিন বাহিনীর বিরুদ্ধে ব্যবহার করছে তালেবান জঙ্গিরা।