উত্তর কোরিয়ার বিরুদ্ধে নিরাপত্তা পরিষদের নতুন নিষেধাজ্ঞা

উত্তর কোরিয়ার বিরুদ্ধে নিরাপত্তা পরিষদের নতুন নিষেধাজ্ঞা

শেয়ার করুন

_92733945_7b289704-161d-4899-af20-7f240490af66
বিশ্বসংবাদ ডেস্ক :

উত্তর কোরিয়ার ওপর নতুন করে অবরোধ আরোপ করেছে জাতিসংঘ। দেশটির রপ্তানি আয় কমাতে বুধবার নিরাপত্তা পরিষদ এই অবরোধ আরোপ করে।

বুধবার উত্তর কোরিয়ার ওপর অবরোধের আওতা বাড়ানোর নতুন প্রস্তাবটি উত্থাপন করা হলে, নিরাপত্তা পরিষদে ১৫-০ ভোটে তা পাস হয়। জাতিসংঘের মহাসচিব বান কি মুন বলেছেন, নিষেধাজ্ঞা কার্যকর করতে জাতিসংঘের সব সদস্যকে বাধ্যতামূলকভাবে প্রচেষ্টা নিতে হবে।

গত জানুয়ারি মাসে পারমাণবিক বোমা পরীক্ষার পর থেকেই আন্তর্জাতিক সমালোচনার মুখে পড়ে উত্তর কোরিয়া। এরপর গত সেপ্টেম্বরে আবারো সবচেয়ে বড় ধরনের পারমাণবিক পরীক্ষা চালায় দেশটি। এর প্রেক্ষিতে নিরাপত্তা পরিষদ পিয়ংইয়ংয়ের ওপর অবরোধের আওতা বাড়ানোর সিদ্ধান্ত নেয়। প্রায় দুই মাস আলোচনার পর অবরোধ আরোপে সম্মত হয় চীন।

নতুন অবরোধে, উত্তর কোরিয়ার সবচেয়ে বড় রপ্তানি খাত কয়লার বার্ষিক বিক্রি ৬০ শতাংশ কমানোর সিদ্ধান্ত হয়েছে। একইসঙ্গে দেশটির কপার, নিকেল, তামা ও জিঙ্ক রপ্তানিতেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। পারমাণবিক বোমা ও ক্ষেপণাস্ত্র পরীক্ষা ইস্যুতে ২০০৬ সাল থেকে উত্তর কোরিয়ার ওপর অবরোধ আরোপ রেখেছে জাতিসংঘ।