উত্তর কোরিয়ার বিরুদ্ধে জাতিসংঘের নতুন নিষেধাজ্ঞা

উত্তর কোরিয়ার বিরুদ্ধে জাতিসংঘের নতুন নিষেধাজ্ঞা

শেয়ার করুন

_96326220_de85b5e5-3139-4bfb-b3f6-a80d96a2bba8বিশ্বসংবাদ ডেস্ক :

উত্তর কোরিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা জারি করেছে জাতিসংঘ। শুক্রবার নিরাপত্তা পরিষদে ভোটাভুটির পর এ নিষেধাজ্ঞা দেয়া হয়। ক্রমাগত ক্ষেপণাস্ত্র পরীক্ষার প্রতিক্রিয়ায় উত্তর কোরিয়ার একটি ব্যাংক, একটি সামরিক সংস্থাসহ চারটি প্রতিষ্ঠান ও ১৪ জন ব্যক্তির ওপর এ নিষেধাজ্ঞা জারি করা হয়।

উত্তর কোরিয়ার কোরিও ব্যাংক, দেশটির সেনাবাহিনীর সংস্থা স্ট্র্যাটেজিক রকেট ফোর্স এবং ১৪ ব্যক্তি জাতিসংঘের নিষেধাজ্ঞার আওতায় রয়েছেন। ওই ১৪ ব্যক্তিদের মধ্যে  উত্তর কোরিয়ার বৈদেশিক কর্মকান্ডের গোয়েন্দা প্রধান রয়ারচো ইল ইউর নামও রয়েছে।

শুক্রবার ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদে ভোটাভুটির পর প্রস্তাবটি পাস হয়। গত পাঁচ সপ্তাহ ধরে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের এ বিষয়ে আলোচনার পর দেশ দুটি ঐকমত্যে পৌঁছাতে সক্ষম হয়।  জাতি সংঘের এই নিষেধাজ্ঞা জারির ফলে ওই ব্যক্তি ও সংস্থাগুলোর সকল সম্পদ বাজেয়াপ্ত করা হবে এবং তাদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে।  রাশিয়াও এ নিষেধাজ্ঞা প্রস্তাবের পক্ষে সমর্থন দিয়েছে।