উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্র নিরস্ত্রীকরণ নিয়ে তাড়াহুড়া নেই: ট্রাম্প

উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্র নিরস্ত্রীকরণ নিয়ে তাড়াহুড়া নেই: ট্রাম্প

শেয়ার করুন

বিশ্বসংবাদ ডেস্ক :

উত্তর কোরিয়ার পারমাণবিক নিরস্ত্রীকরণের জন্য কোনো সময়সীমা নেই বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তিনি জানান, এনিয়ে তাড়াহুড়া নেই। উত্তর কোরিয়ার সবকিছু ঠিকঠাক যাচ্ছে। আলোচনা চলছে আর তারা খুব, খুব ভালো করছে। মার্কিন প্রেসিডেন্ট বলেন, নিষেধাজ্ঞা এখনও বহাল রয়েছে। জিম্মিরা ফিরে এসেছে। তারা নতুন কোনো পরীক্ষা চালায়নি। তার মতে, সম্পর্ক ভালো রয়েছে। এটা কতোদিন চলে সেটাই দেখবে যুক্তরাষ্ট্র।

গত সপ্তাহে রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে আলোচনার বড় অংশ জুড়ে উত্তর কোরিয়ার পারমাণবিক হুমকি নিয়ে আলোচনা। ট্রাম্প বলেছেন, এই ইস্যুতে তার সঙ্গে আছেন পুতিন। গত মাসে সিঙ্গাপুরে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে পরমাণু অস্ত্র নিরস্ত্রীকরণ ইস্যুতে ঐতিহাসিক বৈঠকে করেন ট্রাম্প। যেখানে নিরস্ত্রীকরণের সুনির্দিষ্ট সময়সীমা উল্লেখ ছিল না।