উত্তর কোরিয়ার কাছে মিসাইল বিক্রির চেষ্টা, অস্ট্রেলীয় নাগরিক গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে মিসাইল বিক্রির চেষ্টা, অস্ট্রেলীয় নাগরিক গ্রেপ্তার

শেয়ার করুন

_99239950_opbyahautarrest2বিশ্বসংবাদ ডেস্ক :

উত্তর কোরিয়ার হয়ে ব্যবসায়ি এজেন্ট হিসেবে কাজ করার অভিযোগে কোরিয় বংশোদ্ভূত এক অস্ট্রেলীয় নাগরিককে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। ওই ব্যক্তি পিয়ংইয়ং এর কাছে কালোবাজরে ক্ষেপণাস্ত্র তৈরীতে ব্যবহৃত সামগ্রী ও কয়লা বিক্রির এজেন্ট হিসেবে কাজ করতেন বলে অভিযোগ পুলিশের।

উত্তর কোরিয়ার বিরুদ্ধে জাতিসংঘ ও অস্ট্রেলিয়ার নিষেধাজ্ঞা ভঙ্গের দায়ে ৫৯ বছর বয়স্ক চ্যান হ্যান চৌ’কে অভিযুক্ত করা হয়েছে বলে পুলিশ জানায়।

গত ৩০ বছরেরও বেশি সময় ধরে অস্ট্রেলিয়ায় বসবাস করছেন চ্যান হ্যান চৌ। দেশটির পুলিশের এক কর্মকর্তা বলেন, অস্ট্রেলিয়ায় এমন ঘটনা এর আগে কখনও ঘটেনি। ওই ব্যক্তি উত্তর কোরিয়ার একজন বিশ্বস্ত এজেন্ট এবং ব্যাপক দেশাত্মবোধ থেকে সে এই কাজ করেছেন বলে অভিযোগ উঠেছে।