উত্তর কোরিয়ার আবারো বিমান বিধ্বংসী অস্ত্রের পরীক্ষা

উত্তর কোরিয়ার আবারো বিমান বিধ্বংসী অস্ত্রের পরীক্ষা

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

আবারো নতুন বিমান বিধ্বংসী অস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। দেশটির প্রেসিডেন্ট কিম জং-উন ওই পরীক্ষাটি পর্যবেক্ষণ করেছেন। সম্প্রতি তিনি দেশব্যাপী অস্ত্র মোতায়েন ও বড় পরিসরে উৎপাদনের নির্দেশ দিয়েছেন।

রোববার এক প্রতিবেদনে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ জানিয়েছে, অ্যাকাডেমি অব ন্যাশনাল ডিফেন্স সায়েন্স আয়োজিত নতুন ধরণের বিমান বিধ্বংসী অস্ত্রের পরীক্ষা পর্যবেক্ষণ করেছেন কিম জং উন। ওই অস্ত্রের সামর্থ্যের পরীক্ষা নিশ্চিত করা হয়েছে।

কিম জং উন বলেন সারাদেশে মোতায়েনের জন্য ব্যাপকভাবে অস্ত্রের উৎপাদন প্রয়োজন, যাতে এটি আকাশপথে শত্রু বিমন ধ্বংস করতে পারে। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা সত্ত্বেও গত সপ্তাহে ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া।

কেসিএনএর প্রতিবেদনে ওই বিমান বিধ্বংসী অস্ত্রের ধরণ, অথবা তা কিভাবে কাজ করে, আর কখনই বা ওই পরীক্ষা চালানো হয়, সে সম্পর্কে কিছু জানানো হয়নি।