ঈদের নামাজে আত্মঘাতী হামলায় আহত ১৩

ঈদের নামাজে আত্মঘাতী হামলায় আহত ১৩

শেয়ার করুন

আত্মঘাতী বোমা হামলা

বিশ্ব সংবাদ ডেস্ক:

পাকিস্তানের শিকারপুরের খানপুর তেহশিল এলাকায় ঈদের নামাজের সময় আলাদা দুটি আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১৩ জন আহত হয়েছেন।

হামলায় আহতদের মধ্যে ৫ পুলিশ সদস্য রয়েছেন। আহতদের শিকারপুরের হাসপাতালগুলোতে চিকিৎসা দেয়া হচ্ছে। তবে এখনও কোনও গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি।

পুলিশের বরাত দিয়ে পাকিস্তানের গণমাধ্যম দ্য ডন জানায়, ঈদের নামাজ চলাকালীন চার আত্মঘাতী হামলাকারী খানপুরে অনুপ্রবেশ করে। এদের মধ্যে দুজন ঈদ জামাতে হামলার চেষ্টা করে। একজন আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটায়। এতে দুই পুলিশসহ ১০ জন আহত হন।

অপর হামলাকারী পালিয়ে যায়। অন্যদিকে, অপর দুই হামলাকারী ইমাম বারগাহ লক্ষ্য করে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে, সন্দেহজনক গতিবিধির কারণে তাদের বাধা দেয় পুলিশ।

তল্লাশির জন্য থামানোর পরপরই এক হামলাকারী আত্মঘাতী বিস্ফোরণ ঘটায়। এতে তিন পুলিশ কর্মকর্তা আহত হন। আরেক হামলাকারী পালানোর সময় তাকে গুলি করে পুলিশ।