ই-মেইল তদন্ত: আইন লঙ্ঘন করেননি হিলারি

ই-মেইল তদন্ত: আইন লঙ্ঘন করেননি হিলারি

শেয়ার করুন

hillary-clinton-email

বিশ্ব সংবাদ ডেস্ক:

সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের ই-মেইল নিয়ে তদন্তের  সারসংক্ষেপ প্রকাশ করেছে দেশটির গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব  ইনভেস্টিগেশন –‘এফবিআই’।

৫৮ পৃষ্ঠার ওই সার-সংক্ষেপে, হিলারিকে এফবিআই’র জিজ্ঞাসাবাদের তথ্য-উপাত্ত এবং তার নিউইয়র্ক বাসভবনে ব্যক্তিগত ই-মেইল সার্ভারের বিস্তারিত তথ্য তুলে ধরা হয়। এর আগে গত ২ জুলাই এফবিআই’র তদন্ত কমিটির কাছে ই-মেইলের বিষয়ে সাক্ষাতকার দেন হিলারি। পরে এফবিআই’র পক্ষ থেকে বলা হয়, ব্যক্তিগত ই-মেইল ব্যবহার করে হিলারি আইন লঙ্ঘন করেননি।

২০০৯ থেকে ১৩ সাল পর্যন্ত হিলারি মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালনের সময়, ব্যক্তিগত সার্ভার থেকে ই-মেইল আদান-প্রদান করেছিলেন। বিরোধীদের অভিযোগ, ব্যক্তিগত ই-মেইল ব্যবহার করে যুক্তরাষ্ট্রের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছেন হিলারি। অন্যদিকে ব্যক্তিগত সার্ভার ব্যবহারের কথা স্বীকার  করলেও, হিলারি দাবি করেছেন তিনি ভুল কিছু করেননি।