ইয়েমেন যুদ্ধে সমর্থন বন্ধে একমত মার্কিন সিনেটররা

ইয়েমেন যুদ্ধে সমর্থন বন্ধে একমত মার্কিন সিনেটররা

শেয়ার করুন

_104534004_mediaitem104534001বিশ্বসংবাদ ডেস্ক :

ইয়েমেনে হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের অভিযানের সমর্থন থেকে সরে আসার পক্ষে রায় দিয়েছেন মার্কিন সিনেটররা।

সৌদি নেতৃত্বাধীন জোটের এই অভিযানে মার্কিন সমর্থন প্রত্যাহারের প্রস্তাবটি সিনেটে ৬৩-৩৭ ভোটে পাশ হয়। তবে এই প্রস্তাবের পক্ষে সমর্থন না দিতে সিনেটরদের প্রতি আহ্বান জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ও প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাট্টিস।

সিনেটরদের এই পদক্ষেপ ইয়েমেনকে আরো বিপদের মধ্যে ফেলবে বলে মন্তব্য করেন তারা। বুধবরের এই ভোটাভুটিতে সিআইএ প্রধান জিনা হ্যাসপেল  উপস্থিত না থাকায় ব্যাপক সমালোচনা করেন সিনেটররা। সিনেটরদের অভিযোগ সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডের বিষয়ে কিছু আড়াল করতেই সিনেটের এই শুনানীতে উপস্থিত ছিলেন না জিনা হ্যাসপেল।