ইয়েমেন উপকূলে নৌকাডুবিতে ৫০ অভিবাসী নিহত

ইয়েমেন উপকূলে নৌকাডুবিতে ৫০ অভিবাসী নিহত

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

ইয়েমেন উপকূলে সোমালিয়া ও ইথিওপিয়া থেকে আসা অর্ধশতাধিক অভিবাসী প্রত্যাশীকে ইচ্ছে করে ডুবিয়ে দিয়েছে মানবপাচারকারীরা। এখনও নিখোঁজ রয়েছেন ২২ জন। বুধবার আন্তর্জাতিক অভিবাসন সংস্থা এই তথ্যটি নিশ্চিত করে।

বৃহস্পতিবার আল-জাজিরা জানায়, ইয়েমেনের শাবা বাহিনী টহলের সময় অভিবাসী প্রত্যাশীকে উদ্ধার করা হয়। পরে নিহত ২৯ জন শরনার্থীকে ইয়েমেনে সমুদ্র সৈকতে কবর দেয়া হয়। নিহতদের প্রতেক্যের বয়স ১৬ বছরের কাছাকাছি বলে জানিয়েছে অভিবাসন সংস্থাটি।

ইয়েমেন চলমান সহিংসতার কারণে হয়ে সেখান থেকে আরব দেশগুলোতে পাড়ি জমানোর জন্য নৌপথটা মানবপাচারকারীদের কাছে খুবই জনপ্রিয়। আর এই সুযোগ নিতেই পাচারকারীরা ইথিউপিয়া এবং সোমালিয়ার ১২০ জন অভিবাসী প্রত্যাশীকে একটি ছোট নৌকায় তুলে দেয়।

এই ঘটনায় যারা প্রাণ বাঁচাতে সক্ষম হয়েছেন তারা জানান,ইয়েমন উপকূলে সরকারি লোকজনদের আসতে দেখে পাচারকারীরা জোর করে তুলে ডুবিয়ে দেয়। এদিকে এ্ই ঘটনাকে খুবই অমানবিক ও আকস্মিক বলে উল্লেখ করেছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম।