ইয়েমেনে যুদ্ধাপরাধ বিশেষজ্ঞ পাঠাতে রাজি জাতিসংঘ

ইয়েমেনে যুদ্ধাপরাধ বিশেষজ্ঞ পাঠাতে রাজি জাতিসংঘ

শেয়ার করুন

_98080667_ad353567-1267-4da2-8788-35e36ebad5a4বিশ্বসংবাদ ডেস্ক :

চলমান গৃহযুদ্ধে সংশ্লিষ্ট সব পক্ষের দ্বারা সংঘটিত যুদ্ধাপরাধের অভিযোগ তদন্ত করতে বিশেষজ্ঞদের ইয়েমেনে পাঠাতে রাজি হয়েছে জাতিসংঘ। এ লক্ষ্যে সংস্থাটির মানবাধিকার কাউন্সিল বিশেষজ্ঞদের নিয়ে একটি দল গঠনের জন্য সিদ্ধান্ত নিয়েছে।

শুক্রবার জেনেভায় অনুষ্ঠিত বৈঠকে ইয়েমেনে বিশেষজ্ঞদের পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়। প্রস্তাবটি উত্থাপন করে ইউরোপীয় ইউনিয়নভুক্ত কয়েকটি দেশ। বিবিসির জানায়, পশ্চিমা ও সৌদি আরবের নেতৃত্বে আরবদেশগুলোর মধ্যে সমঝোতার ভিত্তিতে ওই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

ইয়েমেনের নির্বাসিত প্রেসিডেন্টের হয়ে, হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে ইয়েমেনে সামরিক অভিযান চালাচ্ছে সৌদি আরবের নেতৃত্বাধীন আরব জোট। জাতিসংঘের মতে, ২০১৫ সালের মার্চে শুরু হওয়া গৃহযুদ্ধে এ পর্যন্ত ৮ হাজার ৫৩০ জন মানুষ নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৬০ শতাংশই বেসামরিক নাগরিক। ওই গৃহযুদ্ধে আক্রান্ত হয়ে পড়া ২ কোটির বেশি মানুষের মানবিক সহযোগিতা প্রয়োজন। দেশটিতে চলতি বছরের এপ্রিল থেকে অন্তত ৭ লাখ মানুষ কলেরায় আক্রান্ত হয়েছেন।