ইয়েমেনে কলেরা আক্রান্তের সংখ্যা ৩ লাখ ছাড়িয়েছে

ইয়েমেনে কলেরা আক্রান্তের সংখ্যা ৩ লাখ ছাড়িয়েছে

শেয়ার করুন

_96877145_b886fc8b-ff63-4ed5-a51c-dc90954fe8b2বিশ্বসংবাদ ডেস্ক:

গৃহযুদ্ধ কবলিত ইয়েমেনে কলেরা আক্রান্তের সংখ্যা ৩ লাখ ছাড়িয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক রেড ক্রস।

গত দশ সপ্তাহে এ আক্রান্তের ঘটনা ঘটেছে। সোমবার রেডক্রসের দেওয়া তথ্যানুসারে প্রতিদিন প্রায় ৭ হাজার মানুষ কলেরায় আক্রান্ত হচ্ছেন। এ অবস্থায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে।  অন্যদিকে,জাতিসংঘ জানায়:কলেরা আক্রান্ত হয়ে অন্তত ১ হাজার ৭শ জনের মৃত্যু হয়।

এর আগে গত ২৪ জুন বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছিল,ইয়েমেন বিশ্বের সবচেয়ে ভয়াবহ কলেরা সংক্রমণের মুখে রয়েছে। ওই সময় আক্রান্তের সংখ্যা ২ লাখের বেশি বলে জানানো হয়েছিল। ফলে মাত্র দুই সপ্তাহের ব্যবধানে আক্রান্ত হয়েছেন লক্ষাধিক মানুষ।

এর আগে কলেরা সংক্রমণের বাইরেও গৃহযুদ্ধকবলিত ইয়েমেনের প্রায় ১ কোটি শিশুর জন্য জরুরি ভিত্তিতে মানবিক সহায়তা প্রয়োজন বলে জানিয়েছিল জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ।