ইস্তাম্বুলে জোড়া বোমা হামলা: নিহত ২৯

ইস্তাম্বুলে জোড়া বোমা হামলা: নিহত ২৯

শেয়ার করুন

_92917521_hi036831596বিশ্ব সংবাদ ডেস্ক:

তুরস্কের সবচেয়ে বড় শহর ইস্তাম্বুলের একটি ফুটবল স্টেডিয়ামের কাছে জোড়া বোমা বিস্ফোরনে ২৯ জন নিহত হয়েছেন । আহত হয়ছেন আরও ১৬৬।

_92917524_hi036831683বিবিসি জানায়, পুলিশ সদস্যদের লক্ষ্য করে একটি গাড়ি বোমা বিস্ফোরণের পর পর আত্মঘাতী বোমা হামলা চালানো হয়। হামলার পর গুলির শব্দ শোনা গেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানায়। বোমা বিস্ফোরণের ঘণ্টা দুয়েক আগে  স্টেডিয়ামে ফুটবল খেলা শেষ হয়। ফুটবল ভক্তরা স্টেডিয়ামটি ত্যাগ করার কিছুক্ষণ পরেই এই হামলা।

3254হামলার ঘটনায় এ পর্যন্ত দশ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এখনো পর্যন্ত কোন গোষ্ঠি হামলার দায়িত্ব স্বীকার করেনি। তবে বিবিসির তুরস্ক সংবাদদাতা মার্ক লোয়েন বলছেন, এবছরের বিভিন্ন সময়ে বোমা হামলাগুলো চালিয়েছে কুর্দি জঙ্গিগোষ্ঠি ও ইসলামিক স্টেট।