ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে ইউনেস্কোর নির্বাহী সভায় প্রস্তাব অনুমোদন

ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে ইউনেস্কোর নির্বাহী সভায় প্রস্তাব অনুমোদন

শেয়ার করুন

বিশ্বসংবাদ ডেস্ক :

ফিলিস্তিনের জেরুজালেম ও গাজায় ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে একটি প্রস্তাব পাস করেছে জাতিসংঘের সহযোগী সংস্থা ইউনেস্কো।

পাস হওয়া ওই প্রস্তাব অনুযায়ী, অনৈতিকভাবে জেরুজালেম ও গাজা অধিগ্রহণ করে রেখেছে ইসরায়েল। দেশটির বিরুদ্ধে জেরুজালেমের ইতিহাস-ঐতিহ্য-সংস্কৃতি ধ্বংসের অভিযোগও তুলেছে ইউনেস্কো। তবে ইসরায়েল বলছে, এটি ইউনেস্কোর অপ্রয়োজনীয় রাজনৈতিক কর্মকাণ্ড।

ইউনেস্কোর নির্বাহী বোর্ডে ওই প্রস্তাব পাসের পর এখন তা প্লেনারি সেশনে আলোচনা হবে। মঙ্গলবার ইউনেস্কোর এক মুখপাত্র জানান, আলজেরিয়া, মিসর, লেবানন, মরক্কো, ওমান, কাতার এবং সুদান সম্মিলিতভাবে প্রস্তাবটি তুলে ধরে। এতে বলা হয়, পবিত্র নগরী জেরুজালেমের ইতিহাস-ঐতিহ্য আর স্বাতন্ত্র্য পরিবর্তনে বিভিন্ন আইনি ও প্রশাসনিক উদ্যোগ নিয়েছে ইসরায়েল।

সেগুলো অবিলম্বে বাতিল করতে হবে। ২২টি দেশের সমর্থনে প্রস্তাবটি পাস হয়। এতে জেরুজালেমে ইসরায়েলের সার্বভৌমত্বের দাবি নাকোচ করা হয়। তবে যুক্তরাষ্ট্র, জার্মানি, ইতালি এবং বোর্ডের অপর সাত সদস্য দেশ ওই প্রস্তাবের বিপক্ষে ভোট দেয়।