ইরান বিষয় আদেশ দেয়ার এখতিয়ার নেই জাতিসংঘ আদালতের: যুক্তরাষ্ট্র

ইরান বিষয় আদেশ দেয়ার এখতিয়ার নেই জাতিসংঘ আদালতের: যুক্তরাষ্ট্র

শেয়ার করুন

c3750d48cc4646b9805eedffcbfeefd8_18বিশ্বসংবাদ ডেস্ক :

ইরানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়ার এখতিয়ার নেই জাতিসংঘ আদালতের। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের আইনজীবীদের পক্ষ থেকে এমনটি দাবি করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক নিষেধাজ্ঞার বিষয়ে ইরান জাতিসংঘের আদালতের শরণাপন্ন হয়েছে। যেখানে শুনানিকালে ইরান দাবি করেছে, পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্র সরে গিয়ে দু’দেশের মধ্যে ১৯৫৫ সালে হওয়া চুক্তি ভঙ্গ করেছেন ট্রাম্প।

এমন দাবির বিষয়টি উড়িয়ে দিয়ে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের আইনজীবী জেনিফার নিউস্টিড মঙ্গলবার বলেছেন, জাতীয় স্বার্থ ও নিরাপত্তার নিশ্চিত করার অধিকার যুক্তরাষ্ট্রের আছে। যে চুক্তি ভঙ্গের অভিযোগ আনা হয়েছে তার ভিত্তিতে কোনো আদেশ দেয়ার এখতিয়ার আইসিসির নেই। ১৯৫৫ সালে দুই দেশের মধ্যে সমতা ও অর্থনৈতিক সম্পর্কের চুক্তি হয়। সেই চুক্তি সত্ত্বেও ১৯৮০ সাল থেকে যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে কোনো কুটনৈতিক সম্পর্ক ছিল না।