ইরান থেকে তেল আমদানি বন্ধ করবে না ভারত

ইরান থেকে তেল আমদানি বন্ধ করবে না ভারত

শেয়ার করুন

Iran-oilবিশ্বসংবাদ ডেস্ক :

পারমাণবিক চুক্তি নিয়ে বিরোধের ফলে ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞা সত্বেও ইরান থেকে তেল আমদানিসহ বাণিজ্য অব্যাহত রাখবে ভারত। বুধবার লোকসভায় এক প্রশ্নের জবাবে এ কথা জানিয়েছেন ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভি মুরালিধরন।

গত নভেম্বর মাসে ট্রাম্প প্রশাসন নতুন করে ইরানের ওপর নিষেধাজ্ঞা চাপায়। তখন ভারতসহ আটটি দেশকে ইরান থেকে তেল কেনার ক্ষেত্রে সাময়িক ছাড় দেওয়া হয়েছিল। চলতি বছর মে মাসে সেই অব্যাহতির মেয়াদ শেষ হয়ে যায়। এই অবস্থায় লোকসভার অধিবেশনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর কাছে জানতে চাওয়া হয়, ভারত ইরানের আমদানি বন্ধ করবে কি না। এর জবাবে মন্ত্রী বলেন, ‘না’।

সম্পূরক প্রশ্নে কংগ্রেস নেতা অ্যান্টো অ্যান্টোনি এ বিষয়ে সরকারের উপর যুক্তরাষ্ট্রের কোনও চাপ আছে কিনা জানতে চান। জবাবে মুরালিধরন বলেন, ইরানের সঙ্গে ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক নিজেদের স্বার্থেই। তৃতীয় কোনও দেশ দ্বারা এটা প্রভাবিত না।