‘ইরানের বিরুদ্ধে শুধু জাতিসংঘের নিষেধাজ্ঞা মেনে চলবে ভারত’

‘ইরানের বিরুদ্ধে শুধু জাতিসংঘের নিষেধাজ্ঞা মেনে চলবে ভারত’

শেয়ার করুন

Sushma-swaraj-ptiবিশ্বসংবাদ ডেস্ক :

ইরানের বিরুদ্ধে শুধু জাতিসংঘের জারি করা নিষেধাজ্ঞা মেনে চলবে ভারত। কিন্তু অন্য কোনও দেশের নিষেধাজ্ঞা মানবে না। সোমবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ এক সংবাদ সম্মেলনে এমনটাই বলেছেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই মাসে যুক্তরাষ্ট্রকে ইরানের পরমাণু চুক্তি থেকে প্রত্যাহার করেন। এরপরই দেশটির বিরুদ্ধে নিষেধাজ্ঞা পুনরায় বহাল রাখে ট্রাম্প প্রশাসন। এই নিয়ে নয়া দিল্লিতে গতকাল সুষমা স্বরাজ ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে জারিফ যুক্তরাষ্ট্রের পরমাণু চুক্তি বাতিলের বিরুদ্ধে ভারতের সমর্থন প্রত্যাশা করেন।

ভারত সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, জারিফ জানিয়েছেন যুক্তরাষ্ট্রের চুক্তি থেকে প্রত্যাহারের বিষয়ে ইরান সংশ্লিষ্ট বিভিন্ন দেশের সঙ্গে আলোচনা করছে। ভারত ও ইরানের দীর্ঘদিনের রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক রয়েছে। ইরানের তেল ক্রয়কারী দেশগুলোর মধ্যে শীর্ষসারির দেশ ভারত। ২০১৫ সালে পরমাণু চুক্তি স্বাক্ষর হওয়ার আগে নিষেধাজ্ঞার সময়েও ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক রেখেছিল ভারত।