ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

শেয়ার করুন

javed zarifবিশ্বসংবাদ ডেস্ক

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্ট এক বিবৃতিতে জানিয়েছে, নিষেধাজ্ঞার আওতায় তাদের দেশে থাকা জাভেদ জারিফের যেকোনো ধরনের সম্পত্তি জব্দ করা হবে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ‘বেপরোয়া এজেন্ডা’ বাস্তবায়নে ভূমিকা রাখায়, জাভেদ জারিফের বিরুদ্ধে এমন পদক্ষেপ নেয়া হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

এদিকে এক ট্যুইট বার্তায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, যুক্তরাষ্ট্র তাকে তাদের দেশের জন্য হুমকি মনে করে বলেই তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ইরানের সঙ্গে ২০১৫ সালে সম্পাদিত পরমাণু চুক্তি থেকে গত বছর যুক্তরাষ্ট্র নিজেদের প্রত্যাহার করে নেয়ার পর, ইরান-যুক্তরাষ্ট্রের সম্পর্কের অবনতি দেখা দেয়। এরপর গত জুনে ইরান মার্কিন ড্রোন ভূপাতিত করার পর, দু’পক্ষের সম্পর্ক চরমে পৌছে।