ইরানের পরমাণু চুক্তি বাতিলের ক্ষমতা ট্রাম্পের নেই

ইরানের পরমাণু চুক্তি বাতিলের ক্ষমতা ট্রাম্পের নেই

শেয়ার করুন

এটিএন টাইমস ডেস্ক:

ইরানের সঙ্গে ছয় বিশ্ব-শক্তির পরমাণু সমঝোতা থেকে সমর্থন প্রত্যাহার করবে যুক্তরাষ্ট্র। ট্রাম্পের এ ঘোষণার সমালোচনা করেছেন ইউরোপীয় ইউনিয়নের বৈদেশিক নীতি বিষয়ক প্রধান ফেডেরিকা মোঘেরিনি।

মোঘেরিনি বলেন, ইরানের পরমাণু সমঝোতা একটি আন্তর্জাতিক চুক্তি। এটি কোনও দ্বিপাক্ষিক চুক্তি নয়। এটা কোনও একক দেশের বিষয়ও নয়। কোনও একটি দেশের প্রেসিডেন্ট এককভাবে এটা থামিয়ে দিতে পারেন না। মার্কিন প্রেসিডেন্টের অনেক ক্ষমতা রয়েছে।তবে এবিষয়ে তা প্রযোজ্য নয়।

ইরানের পরমাণু চুক্তি বাতিলের কোনও ক্ষমতা ট্রাম্পের নেই। শুক্রবার ট্রাম্পের ঘোষণার পর বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ইউরোপ ও রাশিয়ার নেতারা বলছেন, ঐতিহাসিক এ চুক্তির ব্যাপারে তাদের সমর্থন অটুট রয়েছে।

অন্যদিকে ইরানের পারমাণবিক চুক্তি থেকে ট্রাম্পের সমর্থন প্রত্যাহারের ঘোষণাকে স্বাগত জানিয়েছে ইসরায়েল ও সৌদি আরব।