ইরাক ও আফগানিস্তানে আত্মঘাতী হামলায় নিহত ২৭

ইরাক ও আফগানিস্তানে আত্মঘাতী হামলায় নিহত ২৭

শেয়ার করুন

iraq-bombing-7591বিশ্ব সংবাদ ডেস্ক:

ইরাকের বাগদাদে আলাদা দুটি আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ১৫ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। আহত হয়েছেন ৫৫ জন।

মঙ্গলবার বাগদাদের নিটকবর্তী জাদিদা শহরের রাস্তায় প্রথম আত্মঘাতী বোমা হামলায় ৮ জন মারা যায়। দায় স্বীকার করে জঙ্গিগোষ্ঠী আইএস। পরে বায়া এলাকায় চালানো আরেকটি হামলায় আরো ৭ জন প্রাণ হারায়। এ ঘটনায় কেউ দায় স্বীকার করেনি।

এদিকে, আফগানিস্তানের কুন্দুজ প্রদেশে তালেবানের আত্মঘাতী হামলায় কমপক্ষে ১২ সেনাসদস্য নিহত হয়েছেন। কুন্দুজ প্রদেশের গভর্ণরের মুখপাত্র মাহমুদ দানিশ জানান, সোমবার ভোরের দিকে আত্মঘাতী হামলাকারীদের সেনাঘাটির ভেতরে প্রবেশ করতে সাহায্য করেন দুই সেনাসদস্য।

এরপরই তারা ঘুমন্ত সেনা সদস্যদের লক্ষ্য করে বোমা বিস্ফোরণ ঘটায়। বিস্ফোরণের পর ওই দুই সেনা সদস্য পালিয়ে যায়। তাদের খোঁজে অভিযান চালাচ্ছে পুলিশ।