ইরাকে রেস্তোরাঁয় বন্দুকধারীদের হামলায় তিন তুর্কি কূটনৈতিক নিহত

ইরাকে রেস্তোরাঁয় বন্দুকধারীদের হামলায় তিন তুর্কি কূটনৈতিক নিহত

শেয়ার করুন

_107918601_e7f62c10-8bc8-43c6-a72c-36aa8d1dd223
বিশ্বসংবাদ ডেস্ক :

ইরাকের স্বায়ত্বশাসিত কুর্দিস্তানের রাজধানী ইরবিলে একটি অভিজাত রেস্তোরাঁয় অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে তুরস্কের  তিন কূটনৈতিক নিহত হয়েছেন।

ইরবিলের পার্শ্ববর্তী আনকাওয়ায় হাক কাবাজ নামের রেস্তোরাঁটিতে বুধবার দুপুরের খাবার খাওয়ার সময় দু’জন বন্দুকধারী রেস্তোরাঁয় প্রবেশ করে গুলি চালায়। হামলার পর বন্দুকধারীরা রেস্তোরাঁটির পিছনের দরজা দিয়ে পালিয়ে যান।

অপরাধীদের ধরতে নিরাপত্তা বাহিনীর অভিযান চলছে। তাৎক্ষণিকভাবে কোন গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি। এ ধরনের হামলার ঘটনা ইরবিলে খুবই কম। এ ঘটনায় নিন্দা জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। অপরাধীদের ধরতে ইরাকি কর্তৃপক্ষের সঙ্গে তুরস্ক একযোগে তৎপরতা চালাচ্ছে হচ্ছে বলে টুইট বার্তায় জানান এরদোয়ান।