ইরাকের সাধারণ নির্বাচনে শিয়ারা এগিয়ে

ইরাকের সাধারণ নির্বাচনে শিয়ারা এগিয়ে

শেয়ার করুন

Capture4বিশ্বসংবাদ ডেস্ক :

রোববার অনুষ্ঠিত ইরাকের পার্লামেন্ট নির্বাচনের আংশিক ফলাফলে এগিয়ে আছেন ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল আবাদির প্রতিদ্বন্দ্বি শিয়া মুসলমানদের দুটি জোট।

নির্বাচন কর্মকর্তারা জানিয়েছেন এখন পর্যন্ত যে ভোট গণনা হয়েছে তাতে দেখা যাচ্ছে শিয়া ধর্মীয় নেতা মুকতাদা আল সদর ও আরেকজন শিয়া নেতার জোট এগিয়ে রয়েছে।তৃতীয় স্থানে রয়েছে প্রধানমন্ত্রী আবাদির ক্ষমতাসীন জোট।

তবে ১৮টি প্রদেশে অনুষ্ঠিত ৩২৯ আসনের এই পার্লামেন্ট নির্বাচনে আসলে শেষ পর্যন্ত কি অবস্থা দাঁড়াবে তা নির্ধারণে আরো অনেক সময় লাগবে।গত বছর আইএসের বিরুদ্ধে বিজয় ঘোষণার পর এটি হচ্ছে ইরাকে প্রথম নির্বাচন।রোববারের এই নির্বাচনে ভোটার উপস্থিতি ছিলো ৪৫ শতাংশের কম।