ইরাকের নতুন প্রেসিডেন্ট সালিহ, নতুন প্রধানমন্ত্রী আব্দুল মাহদি

ইরাকের নতুন প্রেসিডেন্ট সালিহ, নতুন প্রধানমন্ত্রী আব্দুল মাহদি

শেয়ার করুন

db133ac4186e4342a60151867a251a18_18বিশ্বসংবাদ ডেস্ক :

ইরাকের নতুন প্রেসিডেন্ট হিসেবে বর্ষীয়ান কুর্দি নেতা বাহরাম সালিহকে নির্বাচন করেছেন দেশটির আইনপ্রণেতারা। আল-জাজিরা জানায়, বিলম্বিত হওয়া ভোটে প্রতিদ্বন্দ্বি ফুয়াদ হুসেইনকে ২১৯-২২ ভোটে পরাজিত করেন প্রেসিডেন্ট হিসেবে মনোনীত হন তিনি।

ইরাকের প্রধান দুই কুর্দি দল ‘কুর্দিস্তান ডেমোক্র্যাটিক পার্টি’ ও ‘প্যাট্রিয়টিক ইউনিয়ন অব কুর্দিস্তানের’ আইন প্রণেতারা মনোনীত ২০ জন প্রার্থীর মধ্যে একক প্রার্থী বছাইয়ে একমত না হওয়ায় মঙ্গলবার ভোট গ্রহণ বিলম্বিত হয়। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগে কুর্দি নেতা সালিহ ইরাকি কুর্দিস্তানের আঞ্চলিক সরকারের প্রধানমন্ত্রী এবং ইরাকের কেন্দ্রীয় সরকারের উপপ্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

নব নির্বাচিত প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী মনোনীত করতে ১৫ দিন সময় পাওয়ার কথা থাকলেও নির্বাচিত হওয়ার ২ ঘণ্টার মধ্যেই শিয়া নেতা আদেল আবদুল মাহদিকে প্রধানমন্ত্রী হিসেবে মনোনয়ন দেন। ২০০৩ সালে মার্কিন নেতৃত্বাধীন আগ্রাসনের পর এক অনানুষ্ঠানিক চুক্তি অনুযায়ী দেশটির প্রেসিডেন্ট হবেন একজন কুর্দি, প্রধানমন্ত্রী হবেন একজন শিয়া এবং পার্লামেন্টের স্পিকার হবেন একজন সুন্নি।