ইম্পিচমেন্ট তদন্ত শুরু করতে প্রতিনিধি পরিষদে প্রস্তাব অনুমোদন

ইম্পিচমেন্ট তদন্ত শুরু করতে প্রতিনিধি পরিষদে প্রস্তাব অনুমোদন

শেয়ার করুন

বিশ্বসংবাদ ডেস্ক :

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে ইম্পিচমেন্ট তদন্ত শুরু করতে একটি প্রস্তাব অনুমোদন করেছে মার্কিন প্রতিনিধি পরিষদ। এই তদন্ত কিভাবে পরিচালিত হবে তার বিস্তারিত বর্ণনা করা হয়েছে ডেমোক্র্যাটদের আনা ওই প্রস্তাবে।

প্রতিনিধি পরিষদে ২৩২- ১৯৬ ভোটে এটি অনুমোদন পায়। এই ভোটাভুটির নিন্দা জানিয়েছে হোয়াইট হাউস। ট্রাম্পের বিরুদ্ধে ইম্পিচমেন্ট তদন্ত শুরু করতে প্রতিনিধি পরিষদে আট পাতার প্রস্তাব তোলে ডেমোক্র্যাটরা। ওই প্রস্তাবে দুই ধাপে তদন্ত এগিয়ে নেওয়ার কথা বলা হয়।

প্রস্তাব অনুযায়ী প্রথম ধাপে হাউস ইন্টেলিজেন্স কমিটি তাদের তদন্ত চালু রাখবে আর গণশুনানি আয়োজন করবে। দ্বিতীয় ধাপে ওই তদন্ত রিপোর্ট প্রকাশ করে হাউস জুডিশিয়ারি কমিটির কাছে পাঠিয়ে দেওয়া হবে। পরে তারা বিধি অনুযায়ী ব্যবস্থা নেবে। বৃহস্পতিবারের ভোটাভুটিতে রিপাবলিকান সব আইনপ্রণেতা ট্রাম্পের পক্ষে ভোট দেন। আর ডেমোক্র্যাটদের মধ্যে দুই জন ছাড়া বাকি সবাই ছিলেন প্রস্তাব অনুমোদনের পক্ষে।