ইমরান খানকে বেকায়দায় ফেলতে একজোট হচ্ছে পিএমএল-এন ও পিপিপি

ইমরান খানকে বেকায়দায় ফেলতে একজোট হচ্ছে পিএমএল-এন ও পিপিপি

শেয়ার করুন

5b5e462143534বিশ্বসংবাদ ডেস্ক :

এবার ইমরান খান সরকারকে বেকায়দায় ফেলতে জোট গঠন করতে যাচ্ছে পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ ও পাকিস্তান পিপলস পার্টি।

এই জোট পার্লামেন্টে শক্তিশালী বিরোধী হিসেবে হাজির হবে বলে একমত হয়েছেন দুই দলের নেতারা। ইমরান খানের সরকারকে বেকায়দায় ফেলতে একটি সমন্বিত কৌশল নির্ধারণের সিদ্ধান্ত নিয়েছে দুদল। রোববার সাবেক জাতীয় পরিষদ স্পিকার সরদার আয়াজ সাদিকের বাসায় প্রথমবারের মতো সরাসরি বৈঠক করে পিএমএল-এন ও পিপিপি।

পরে জানানো হয়, ২৫ জুলাইয়ের নির্বাচনে সংঘটিত কারচুপির প্রশ্নে দুই দল সম্পূর্ণ একমত। মুত্তাহিদা মজলিশ-ই আমালকেও বিরোধীজোটে যুক্ত করার চেষ্টা চলছে। পিএমএল-এন নেতারা পিপিপি নেতাদের বলেছেন, প্রস্তাব অনুযায়ী পার্লামেন্ট বর্জন করা হবে কিনা সে ব্যাপারে তারা সিদ্ধান্ত জানাবেন। এদিকে, আগামী ১১ আগস্ট শপথ নিতে জোর প্রস্তুতি নিচ্ছেন তেহরিক ই ইনাসফ পার্টির প্রধান ইমরান খান।