ইমরানকে সোমবার প্রধানমন্ত্রী মনোনীত করবে দল

ইমরানকে সোমবার প্রধানমন্ত্রী মনোনীত করবে দল

শেয়ার করুন

imran khan
বিশ্বসংবাদ ডেস্ক :

দলীয় প্রধান ইমরান খানকে প্রধানমন্ত্রী হিসেবে আনুষ্ঠানিকভাবে মনোনীত করতে সোমবার বৈঠকে বসছে পাকিস্তান তেহরিক ই ইনসাফ এর সংসদীয় কমিটি।

ইমরান খানের সভাপতিত্বে অনুষ্ঠিতব্য ওই বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রিপরিষদ সদস্যদের নামও মনোনীত করা হবে বলে আশা করা হচ্ছে। পিটিআই প্রধান আগেই সিদ্ধান্ত নিয়েছেন, তিনি কেন্দ্রীয় মন্ত্রিপরিষদের আকার ছোট রাখবেন। মন্ত্রীদের সংখ্যা ১৫-২০ এর বেশি হবে না। গত ২৫ জুলাই পাকিস্তানে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে পিটিআই পেয়েছে ১১৫টি আসন।

পিএমএল-এন ৬৪টি ও পিপিপি ৪৩টি আসনে জয় পেয়েছে। পাকিস্তানে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে চাইলে একটি দলকে ১৩৭টি আসন পেতে হয়। সে সংখ্যা  ইমরানের দল ২২টি আসনে পিছিয়ে ছিল। এ অবস্থায় জোট সরকার গঠনের জন্য ছোট ছোট দল ও স্বতন্ত্র প্রার্থীদের সঙ্গে আলোচনা শুরু করে ইমরানের দল।